নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে আদনান হোসেন(দেড় বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের দিগর সইলাটি গ্রামে। নিহত আদনান ঐ গ্রামের সোহাগ মিয়ার ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আদনান অন্যান্য দিনের মত বাড়ির সামনে খেলা করছিল। খেলার ফাঁকে কোন এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে অনেক খোজাখুজি করে না পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখে পুকুরের পানিতে ভাসছিল শিশু আদনান।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালনকারী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান পানিতে ডুবে শিশু আদনানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটি খুবই মর্মান্তিক ও দু:জনক। কেন্দুয়া থানার পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সাদ্দাম হোসেন পানিতে ডুবে শিশু আদনানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হবে। আশরাফ গোলাপ ০৩/০৪/২০২৪