1. prothombangladesh808@gmail.com : pbangladesh :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নলতায় সিয়াম ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদক সম্রাট মনির ও তার স্ত্রী ৬ কেজি গাজাসহ আটক কালীগঞ্জে চাকুরীর ফাঁদে ফেলে বেকারদের টাকা হাতিয়ে লাপাত্তা ভুয়া এনজিও সীডা বিপিজেএফের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ মাদক নির্ভরশীলতায় দীর্ঘমেয়াদী চিকিৎসা এনে দিতে পারে সুস্থতা নলতায় সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত ধর্ষিত শিশু আছিয়ার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক বিবৃতি মুন্সীগঞ্জে অস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার

কেন্দুয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আশরাফ গোলাপ কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২২৯ বার দেখা হয়েছে

অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন (আরআইডিপি) প্রকল্প-৩ এর আওতায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে দুটি রাস্তার নির্মাণ কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন না করায় এবং পুনরায় সময় বাড়িয়েও নিম্নমানের সামগ্রী দিয়ে ওই দুটি গ্রামীণ রাস্তার নির্মাণ কাজ শুরু করার অভিযোগ ওঠেছে ঠিকাদার মো. রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকার লোকজন প্রতিবাদ করায় বর্তমানে রাস্তার নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এদিকে রাস্তার নির্মাণ কাজ শুরু হওয়ার পর নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজটি বন্ধ হয়ে যাওয়ায় রাস্তাটি দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় ৪টি ওয়ার্ডের শত শত মানুষ। এরইপ্রেক্ষিতে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিয়ে যথাযথভাবে কাজটি দ্রুতসময়ের মধ্যে শেষ করার জন্য সোমবার (২৫ মার্চ) দুপুরে বিষ্ণুপুর গ্রামে নির্মাণাধীন রাস্তায় মানববন্ধন করেছেন এলাকার লোকজন। মানববন্ধনে বক্তব্য দেন এলাকাবাসীর পক্ষে অভিযোগকারী সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জহুরুল ইসলাম ছদ্দু মিয়া, আব্দুল কাদির তালুকদার, ইউপি সদস্য সাজু তালুকদার, সাবেক ইউপি সদস্য সবুজ তালুকদার, জামাল মিয়া, নুরুজ্জামান শেখ প্রমুখ। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগের পর কাজটি দ্রুতসময়ে সম্পন্ন করতে ঠিকাদারকে লিখিত ও মৌখিকভাবে বেশ কয়েকবার তাগিদ দিয়েছি। সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে আমাদের যা যা করণীয় সবই করছি। এ নিয়ে ঠিকাদার মো. রিয়াজ উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, কাজটির বিভিন্ন উপকরণের পরিবর্তন করতে গিয়েই কাজের প্রথম মেয়াদ শেষ হয়ে যায়। এরপর মেয়াদ বাড়িয়ে কাজ শুরু করেছি। অনেক মালামালের মধ্যে সামান্য কিছু সুড়কি হয়তো একটু নিম্নমানের হতেই পারে। সেটা আমাকে জানালে অবশ্যই পরিবর্তন করব। কাজ নিয়ে আমাদের কোনোরকম গাফিলতি নাই এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কোনো সুযোগও নাই।      আশরাফ গোলাপ  , ২৫-০৩-২০২৪

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights Reserved 2025 © ProthomBangladesh
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি