1. prothombangladesh808@gmail.com : pbangladesh :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নলতায় সিয়াম ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদক সম্রাট মনির ও তার স্ত্রী ৬ কেজি গাজাসহ আটক কালীগঞ্জে চাকুরীর ফাঁদে ফেলে বেকারদের টাকা হাতিয়ে লাপাত্তা ভুয়া এনজিও সীডা বিপিজেএফের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ মাদক নির্ভরশীলতায় দীর্ঘমেয়াদী চিকিৎসা এনে দিতে পারে সুস্থতা নলতায় সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত ধর্ষিত শিশু আছিয়ার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক বিবৃতি মুন্সীগঞ্জে অস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার

কেন্দুয়ায় নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

আশরাফ গোলাপ কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে

নেত্রকোনার কেন্দুয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু মুর‍্যালে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।

শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা বক্তরা বলেন, আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদর বাহিনীর কর্মীরা পরিকল্পিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ৯ মাসে বুদ্ধিজীবীদের হত্যা ও নির্যাতন করা হয়েছিল।

কেন্দুয়া ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক মো.আসাদুল হক ভূঞা,কেন্দুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া সহকারী কমিশনার (ভূমি) মো.রাজীব হোসেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.এনামুল হক, ইউপি চেয়ারম্যান মো.এনামুল কবীর খান,বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী,মো.নূরুল ইসলাম ফারুকী, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মোখলেছুর রহমান বাঙ্গালী প্রমূখ।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ছানা,পারভীন সিরাজ মহিলা কলেজের অধ্যক্ষ মো.সাইফুল ইসলাম, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান,ইউপি চেয়ারম্যান মো.লুৎফর রহমান, আব্দুস সালাম বাঙ্গালী, বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী বাবু প্রদীপ পন্ডিত, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সাংবাদিক মো.মহিউদ্দিন সরকার, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষকগণ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিকজনসহ সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights Reserved 2025 © ProthomBangladesh
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি