নেত্রকোনার কেন্দুয়ায় নানার বাড়ি বেড়াতে এসে শিশু কিবরিয়া (৮) নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১.৩০ উপজেলার চিরাং ইউনিয়নের কেন্দুয়া – তাড়াইল সড়কের মনাটিয়া মোড় এলাকায়।
নিহত কিবরিয়া হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বাগেরহাটি গ্রামের জিহাদ নূর এবং সাদিয়া আক্তারের ছেলে।সে গত কিছুদিন আগে কেন্দুয়া উপজেলায় মনাটিয়া গ্রামে তার নানার বাড়ি বেড়াতে এসেছিল।তার নানা নাম সেকুল মিয়া।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় শিশু কিবরিয়া মজা জাতীয় জিনিস কিনার জন্য রাস্তা পার হওয়ার সময় কেন্দুয়া থেকে আসা বস্তা ভর্তি অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ওসি মো এনামুল হক সড়ক দূর্ঘটনায় শিশু কিবরিয়ার নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন অটোরিকশা সহ ড্রাইভার নবাব থানা হেফাজতে আছে।ড্রাইভার নাবাব উপজেলার কাওয়ালিকান্দা গ্রামের আবুল কালামের ছেলে।পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আশরাফ গোলাপ