1. prothombangladesh808@gmail.com : pbangladesh :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নলতায় সিয়াম ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদক সম্রাট মনির ও তার স্ত্রী ৬ কেজি গাজাসহ আটক কালীগঞ্জে চাকুরীর ফাঁদে ফেলে বেকারদের টাকা হাতিয়ে লাপাত্তা ভুয়া এনজিও সীডা বিপিজেএফের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ মাদক নির্ভরশীলতায় দীর্ঘমেয়াদী চিকিৎসা এনে দিতে পারে সুস্থতা নলতায় সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত ধর্ষিত শিশু আছিয়ার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক বিবৃতি মুন্সীগঞ্জে অস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার

কেন্দুয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন, পরীক্ষার্থী ৪৫৬৫

আশরাফ গোলাপ কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৫ বার দেখা হয়েছে

সারাদেশের ন্যায় নেত্রকোণার কেন্দুয়ায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ বছর ওই উপজেলায় পরীক্ষার্থী ৪৫৬৫ জন। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে যা ১২ মার্চ পর্যন্ত চলবে। তবে, ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৮টি মূল কেন্দ্র এবং ৮টি ভেন্যু কেন্দ্র রয়েছে। এ বছর এসএসসি পরীক্ষায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে- ১২৩০ জন, আশুজিয়া জেএনসি ইন্সটিটিউট কেন্দ্রে- ৮৮৬ জন, বৈখেরহাটি এনকে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে- ৬৪৭ জন, সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে- ৫৯১ জন, মোট ৪টি কেন্দ্র এবং ৪টি ভেন্যুতে ৩২টি প্রতিষ্ঠানের ৩৩৫৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। এছাড়াও দাখিল পরীক্ষায় কেন্দুয়া আশরাফিয়া হুসাইনিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে- ৪১৮ জন, ভরাপাড়া কামিল মাদরাসা কেন্দ্রে- ৩৮৩ জন। মোট ২টি কেন্দ্রে ১৭টি প্রতিষ্ঠানের ৮০১জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। কারিগরি/ভোকেশনাল পরীক্ষায় রায়পুর দাখিল মাদরাসা কেন্দ্রে- ২৮৩ জন, বানেরটেক কারিগরি কলেজ কেন্দ্রে- ১২৭ জন। মোট ২টি কেন্দ্রে ১৩টি প্রতিষ্ঠানের ৪১০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষার সময় ৩ ঘণ্টা। যা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। লিখিত পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত এবং ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মুুুঠো ফোন ব্যবহার করতে পারবেন না। এ বছর সব বিষয়ের পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, তা হবে বোর্ড কর্তৃক প্রদত্ত সিলেবাসে। তাছাড়া সৃজনশীল ও নৈর্ব্যক্তিক (এমসিকিউ) প্রশ্ন থাকবে আগের মতই। কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম জানান,আজ বৃহস্পতিবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৪ শুরু হবে। এ উপজেলায় মোট ৪৫৬৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। যা আগের বছরের চেয়ে দুইশত কম।করুনার প্রকোপ এবং যত্রতত্র কওমী মাদ্রাসা থাকা এই জন্য দায়ী বলে মনে হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) রাজিব হোসেন বলেন চলতি বছরের এসএস সি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।তিনি আরও বলেন পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার স্বার্থে পরীক্ষার দিন কেন্দ্র ও ভেন্যু কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বজায় থাকবে। আশরাফ গোলাপ ১ ৫/০২/২০২৩

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights Reserved 2025 © ProthomBangladesh
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি