‘উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান ভূঞার সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল, সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক, সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার উদ্দীন হিরন প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।