নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার মুদি দোকানী দুলাল মিয়া। স্থানীয় কমলপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে তিনি। সহায় সম্পদ বলতে তার তেমন কিছুই নেই। তাই বাড়ির পাশে টিএনটি অফিসের সামনে একটি টঙদোকান দিয়ে গত ২০ বছর যাবত ব্যবসা করে আসছেন এবং এ দোকান দিয়েই সংসার চালিয়ে আসছেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ দুলাল মিয়ার ৫ সদস্যের ভরণ পোষণ চলে এ দোকান দিয়েই। কিন্তু মঙ্গলবার (১২ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওই টঙদোকানে আগুন ধরিয়ে দেয়। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গিয়ে আগুন নিভালেও ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বুধবার (১৩ মার্চ) সকালে ঘটনাস্থলে গেলে কথা হয় দুলাল মিয়ার সাথে। তিনি জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরে রাত সাড়ে ১২টার দিকে জানতে পারি আমার দোকানে আগুন লেগেছে। ছুটে গিয়ে দেখি দোকানের সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। শত্রুতা করে কেউ এ আগুন লাগিয়েছে বলেও অভিযোগ করেন দুলাল মিয়া। তিনি আরও বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে এ দোকানটি চালিয়ে আসছিলাম। এখন ঋণ কিভাবে দিব আর সংসারের খরচ ও ছেলেমেয়েদের লেখাপড়া কিভাবে চালাব। বড় ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়েছে, ছোট ছেলেটা ষষ্ঠ শ্রেণিতে পড়ে এবং মেয়েটা তৃতীয় শ্রেণিতে পড়ছে। এ দোকান দিয়েই আমার সব কিছু চলতো। এখন কিভাবে কি করব ভেবে পাচ্ছি না। আগুনে পুড়ে ওই দোকানে থাকা একটি ফ্রিজ, সৌরবিদ্যুতের একটি ব্যাটারী, আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দুলাল মিয়া। স্থানীয় বাসিন্দা কাজল মিয়া বলেন, মুদি দোকানী দুলাল মিয়া এলাকায় একজন সহজ সরল ভালো মানুষ হিসেবে পরিচিত। দুর্বৃত্তরা আগুন দিয়ে তার দোকানটি পুড়িয়ে দিয়ে একটা জঘণ্য কাজ করেছে। আমি এ ঘটনার নিন্দা জানাই এবং দোকানটি আবারও চালু করতে অসহায় দুলাল মিয়াকে সহযোগিতা করার জন্য স্থানীয় প্রশাসনসহ হৃদয়বান ব্যক্তিদের সুদৃষ্টি কামনা করছি। কেন্দুয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীদের নিয়ে আগুন নিভাতে সক্ষম হই।তবে তার আগেই মুদি দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আশরাফ গোলাপ ১৩-০৩-২০২৪