1. prothombangladesh808@gmail.com : pbangladesh :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নলতায় সিয়াম ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদক সম্রাট মনির ও তার স্ত্রী ৬ কেজি গাজাসহ আটক কালীগঞ্জে চাকুরীর ফাঁদে ফেলে বেকারদের টাকা হাতিয়ে লাপাত্তা ভুয়া এনজিও সীডা বিপিজেএফের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ মাদক নির্ভরশীলতায় দীর্ঘমেয়াদী চিকিৎসা এনে দিতে পারে সুস্থতা নলতায় সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত ধর্ষিত শিশু আছিয়ার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক বিবৃতি মুন্সীগঞ্জে অস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার

কেন্দুয়ায় অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ছাই

আশরাফ গোলাপ কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ বার দেখা হয়েছে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক অগ্নিকাণ্ডে ২টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর ) দুপুর ৩টার দিকে উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

আগুনে পুড়ে যাওয়া মধ্যে ২ টি দুইটি দোকানের মধ্যে ১টি ঔষধের দোকান ও ১টি কসমেটিকস দোকানঘর রয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ২টি দোকান।

স্থানীয় বাজারের ব্যবসায়ী সহ এইসব দোকানের মালিকদের ধারনা পলাশের ঔষধের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। পরে অন্যান্যদের দোকানে আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে দুইটি দোকান ঘর সহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকগণ হলেন দূর্গাপুর গ্রামের ঔষধের দোকানের মালিক প্রনব কুমার দাস পলাশ(৪০) এবং কসমেটিকস দোকানের মালিক জনি কুমার দাস-(৪২)।এতে নগদ টাকা, ঔষধ, আসবাবপত্র, ও মালামাল পুড়ে অন্তত ১২-১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ঔষধ ব্যবসায়ী প্রনব কুমার দাস পলাশ বলেন আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি আরো বলেন অগ্নিকাণ্ডের সময় আমি দোকানে না থাকায় দোকান তালাবদ্ধ ছিল।পরে খবর পেয়ে এসে দেখি বাজারের লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই আমার দোকান ছাই হয়ে যায়।এতে আমাদের ১০-১২ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়।আমার ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।

আরেক ক্ষতিগ্রস্ত জনি কুমার দাস বলেন, সহায় সম্পদ বলতে দোকানটা ছাড়া আমার তেমন কিছুই নাই। আমি ঋন করে এই দোকানের মালামাল কিনেছি। অনেক কষ্ট করে জীবন চালাই। কিন্তু সর্বনাশা আগুনে আমার দোকানের একমাত্র ঘরটাসহ দোকানে থাকা টাকা সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার ৩ লক্ষ টাকার মত ক্ষতি হয়ে গেল।

বাজারের ব্যবসায়ী উজ্জ্বল মিয়া বলেন দুপুরের দিকে রামপুর বাজারের ২টি দোকানঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।আংশিক ক্ষতি হয়েছে আরো ২ দোকান।

কেন্দুয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দুপুর ৩ টার দিকে ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাজারের লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

স্থানীয় আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত দোকানঘর মালিকদের খুঁজ খবর নেন। তিনি আরও বলেন আমরা আমাদের সাধ্যমতো তাদের সহযোগিতা করব। ক্ষতিগ্রস্ত ২ দোকান মালিকদের সাহায্যের জন্য উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

আশরাফ গোলাপ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights Reserved 2025 © ProthomBangladesh
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি