আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে কেগলা ইসলামি সমাজ কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে কেগলা গ্রামের অসহায়, এতিম ও গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাতে অত্র পরিষদ এর যুব কমিটির স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ইফতার ও ঈদ সামগ্রী পৌছে দেওয়া হয়। ইফতার সামগ্রী বিতরণ কালে এলাকার গণ্যমান্য লোকজনও উপস্থিত ছিলেন। এতে ইফতার সামগ্রীর প্রত্যেক প্যাকেটে ছোলা- বোট- ২ কেজি, ডাল- ২ কেজি, তেল- ২ লিটার, আলু- ৫ কেজি, পেঁয়াজ- ৩ কেজি, খেজুর- ১ কেজি, চিনি- ১ কেজি, মুড়ি- ২ কেজি, সেমাই- আধা কেজি, চাউল- ১০ কেজি।
কেগলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর পরিচালক গণ জানান এই রমজান মাসে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। গ্রামের প্রবাসী এবং ব্যবসায়ী ও এলাকার চাকুরী জীবিদের আর্থিক সহযোগীতায় কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমরা চাই- সমাজের সব মানুষ একসঙ্গে ইফতারের আনন্দ উপভোগ করুক । ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধ ভাবে এমন কার্যক্রম পর্যায়ক্রমে পরিচালনা করে যাবো এবং এই পরিষদ প্রতিষ্ঠার পর থেকে আমরা বিভিন্ন কার্যক্রম করে আসছি এবং অত্র গ্রামের সকলকে ঐক্যবদ্ধ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা রেখে এবং অত্র সংগঠনের সাথে পরস্পরের সু-সম্পর্ক তৈরি করার জন্য পরিচালক, উপদেষ্টা কমিটি, প্রবাসী কমিটি, যুব কমিটি করা হয়েছে এবং আলেম ওলামাদের সাথে সু-সম্পর্ক রাখার জন্য কিছু দিনের মধ্যে ওলামা কমিটিও করা হবে। এদিকে, ইফতার সামগ্রী পেয়ে দরিদ্র মানুষজন খুবেই আনন্দিত হয়েছেন। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তারা জানান, অতীতে এমন বড় আকাড়ে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়নি এই প্রথম এভাবে সকল অসহায়, এতিম ও গরীবদের মাঝে রাতের আধারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি কেগলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর পরিচালক ও সকল সদস্যদেরকে।
পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতার গ্রহণ রোজার দু’টি গুরুত্বপূর্ণ কাজ ও ইবাদত। উভয় কাজেরই রয়েছে আলাদা আলাদা ফজিলত ও তাৎপর্য। রাতের শেষ সময়ে সাহরি গ্রহণ যেমন মানুষের জন্য বরকত ও কল্যাণের কাজ। তেমনি ইফতারও অনেক ফজিলতপূর্ণ সাওয়াবের কাজ।
আর যদি কেউ কাউকে ইফতার করায় তার জন্য রয়েছে অতিরিক্ত সাওয়াব ও তাৎপর্য। যাতে ইফতার গ্রহণকারী ও ইফতারের আয়োজনকারী কারোরই সাওয়াব কমানো হবে না। রোজাদার গরিব কিংবা ধনী হোক, বন্ধু হোক বা আত্মীয়, দূরের বা কাছের, সে যে-ই হোক না কেন, তাকে ইফতার করালে তাতে উভয়ের জন্য রয়েছে বড় উপকার।
কেগলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বিগত দিনে আর্থিক সহযোগীতা, স্বাবলম্বীকরন কর্মসূচী, মসজিদ সংস্কার কার্যক্রম, সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।