ভারতীয় নাগরিক মোস্তাফিজুর রহমান ওরফে বাবুর মামলাবাজ স্ত্রী ও মায়ের অত্যাচার থেকে রেহাই পেতে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসীর প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে মসজিদ বাটিও এলাকাবাসীর আয়োজনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামে এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । উক্ত মানববন্ধন কর্মসূচিতে শেখ সেলিম আহমেদ ,আব্দুর রশিদ, শহিদুল ইসলাম, বাবু ,সুরুজ্জামান, তহিদুল, মনি ,মাহমুদা খাতুন, খাইরুন্নেসা, মুক্তা পারভিন ,খোরশেদ আলম সহ একাধিক ভুক্তভোগীরা তাদের বক্তব্যে বলেন মহেশপুর গ্রামের মৃত শেখ মকবুলের পুত্র বাংলাদেশ ভারতের দ্বৈত নাগরিক। মোস্তাফিজুর রহমান ওরফ বাবুর স্ত্রী রোজিনা খাতুন (৩৫) তার মা মনোয়ারা বেগম প্রায় এক যুগেরও বেশি সময় ধরে অন্যের জমি দখল নেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন লোকজনের নামে মিথ্যা, বানোয়াট মামলা দিয়ে হয়রানি করে আসছে। স্বামী মোস্তাফিজুর রহমান দীর্ঘ ১০ বছর প্রবাসের কথা বললেও তার স্ত্রী রোজিনার কোলে রয়েছে ৬ মাসের শিশু সন্তান। বিষয়টি নিয়ে এলাকাবাসী বলেন প্রকৃতপক্ষে তার স্বামী ভারতে থাকে সে ভারত থেকে চুরি করে এসে বিভিন্ন মিথ্যা মামলার ইন্ধন দিয়ে চলে যায় । এছাড়াও তার ছেলের বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসায়ের অভিযোগ। কিছুদিন আগেও তার দোকান থেকে মাদক সহ গ্রেফতার করে পুলিশ । অন্যের কেনাজমি জবর দখল কে কেন্দ্র করে ২০২৩ সালে ৩০ নভেম্বর কালিগঞ্জ থানায় নিরীহ গ্রামবাসীকে জড়িয়ে একটি মিথ্যা বানোয়াট মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন। এতে আরো ক্ষিপ্ত হয়ে এলাকাবাসীর উপরে প্রতিশোধ পরায়ন হয়ে ওঠে। বিষয়টি নিয়ে মিথ্যা সাংবাদিক সম্মেলন করে নিজেকে সাধু সাজার চেষ্টা করলেও এলাকাবাসীর প্রতিবাদে সেটা না পেরে অন্যের ফসলের জমি দখল নিতে গেলে বাধা দেওয়ায় এখন মিথ্যা মামলা দেওয়ার পাঁয়তারা এবং হুমকি দিয়ে চলেছে বলে এলাকাবাসী জানান । উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রতিবাদ জানাতে গ্রামের শত শত নারী-পুরুষ কর্মসূচিতে অংশগ্রহণ করে। বিষয়টি তদন্ত-পূর্বক সাতক্ষীরা জেলা পুলিশ সুপার এবং থানার অফিসার ইনচার্জ এর আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে যে কোন মুহূর্তে একটি রক্ত ক্ষয়ী সংঘর্ষ ধরতে পারে বলে সবাই আশঙ্কা করছে।