ঝড় ও শিলাবৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈরে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলা পরিষদ বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ বৃহস্পতিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে মুক্তিষুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ.ক.ম. মোজাম্মেল হক এমপি উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এ অনুষ্ঠানে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২৫৫ জনের প্রত্যেককে এক বান্ডিল করে মোট ২৫৫ বান্ডিল ঢেউটিন ও প্রতিজনকে ৩ হাজার করে মোট ৭ লাখ ৬৫ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ২০ জনকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা নগদ প্রদান করা হয়। এছাড়া বোয়ালী ইউনিয়নের ৫০০ জনকে ১ বান্ডিল করে ৫০০ বান্ডিল টিন ও প্রতিজনকে ৩ হাজার টাকা করে মোট ১৫ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ৮০ জনকে ৫ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা নগদ প্রদান করা হয়।