রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
প্রকৃতি থেকে শরতের বিদায় হতে না হতেই হেমন্তকে পাশ কাটিয়ে আগাম বার্তা দিল শীত। ভৌগোলিক বৈশিষ্ট্য উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে ও ঋতু বৈচিত্র্যের কারণে দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে ভোরে শীতের সঙ্গে দেখা মিলছে ঘন কুয়াশারও। অক্টোবরের শেষে এ অঞ্চলে শীত নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঋতুর এমন পরিবর্তনের কারণে ভ্যাপসা গরম থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি ফিরেছে দেশের উত্তরের এই জনপদের বাসিন্দাদের। স্থানীয়রা বলছেন,শীতের জন্য তাদের গরম কাপড় পরে বের হতে হচ্ছে। রবিবার ভোরে সরেজমিন দেখা গেছে,কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে এখানকার সড়ক,পথঘাট। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহন। ভৌগোলিক বৈশিষ্ট্য ও ঋতু বৈচিত্র্যের কারণে পঞ্চগড়ে আগাম শীতের এ পূর্বাভাস বলছেন রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন,ভোরের দিকে ঘন কুয়াশা থাকায় শীত অনুভূত হচ্ছে। এটাকে শীতের আগাম পূর্বাভাস বলা চলে। পরবর্তী সময়ে শীতের তীব্রতা আরো বেড়ে যেতে পারে। এদিকে,অক্টোবরের শেষ দিকেই শীত নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।